কোভিড ও ডেঙ্গু রোগী বাড়ছে, আপনি নিরাপদ তো?

ড. আনোয়ার খসরু পারভেজ

প্রকাশ: ১৭:৫৫, ২৩ জুন ২০২৫

কোভিড ও ডেঙ্গু রোগী বাড়ছে, আপনি নিরাপদ তো?

কোভিড ও ডেঙ্গুর প্রকোপ একইসাথে বাড়ছে। মৃত্যুও বাড়ছে। প্রতিদিনই বাড়ছে। দেশে বেশ কিছু কোভিড রোগী শনাক্ত হয়েছে। আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। আর জুন মাসের প্রথম আট দিনে আক্রান্ত হয়েছেন ৩৬ জন এবং একজন মৃত্যুবরণ করেছেন

সরকার আবার সবাইকে মাস্ক পরার অনুরোধ করছে। সাম্প্রতিক এই কোভিড করোনার একটি উপধরন। এ সম্পর্কিত সতর্কতা ও নির্দেশিকাগুলো জানা জরুরি। কোভিড১৯এর এই নতুন উপধরন অমিক্রন এক্সবিবি (Omicron XBB) দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে

 

ড. মো. আনোয়ার খসরু পারভেজ ।। গবেষক ও অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
[email protected]

আরও পড়ুন