রাজধানীতে কিছুটা বেড়েছে সবজির দাম

এনএনএ নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৫৬, ২৭ জুন ২০২৫

রাজধানীতে কিছুটা বেড়েছে সবজির দাম

ছবি: সংগৃহীত

গেল সপ্তাহের তুলনায় রাজধানীর খুচরা বাজারে প্রায় প্রতিটি সবজিরই দাম কিছুটা বেড়েছে। দাম বেশি বাড়ার তালিকায় আছে বরবটি, বেগুন, কাঁকরোল, করলা। বিক্রেতারা বলছেন, অনেক সবজির মৌসুম শেষ হওয়ায় সেগুলোর দাম কিছুটা বেড়েছে।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, গোল বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
 

আরও পড়ুন