চাকসুর সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব চবি ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৮, ২৪ জুন ২০২৫

চাকসুর সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব চবি ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কারে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট চবি শাখা। এর মধ্যে চাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন সংগঠনের নেতারা।  

মঙ্গলবার (২৪ জুন) আড়াইটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে শাখা সভাপতি জুয়েনা সুলতানা ও সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ এসব প্রস্তাব তুলে ধরেন। 

এ সময়ে আরো উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আরিফুল হক, শাখা সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার প্রান্ত, সহ-সভাপতি রেশমা আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. মিজান ও সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাকিব এবং অর্থ সম্পাদক জুনায়েদ শিবলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শাখা সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ বলেন, চাকসু শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবে।একক কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব না করে বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যকরী ভূমিকা পালন করবে।

চাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন আয়োজনের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদাধিকার পদে সংসদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন। 

স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরে কেফায়েত উল্লাহ বলেন, নির্দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধির সংযুক্তির মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কমিশন স্বাধীনভাবে নির্বাচন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নিতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ প্রদান করবে। নির্বাচন আয়োজন এবং তারিখ নির্ধারণের দায়িত্ব কমিশনের থাকবে। 

সংবাদ সম্মেলনে কেফায়েত উল্লাহ আরও বলেন, চাকসু নির্বাচনে প্রার্থীগণ তাদের রাজনৈতিক ব্যনারে নির্বাচন করতে পারবে কি না সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে। প্রার্থীর বৈধতা যাচাইয়ের জন্য তার পূর্ব কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তা যাচাই করতে হবে এবং ছাত্রত্বের বৈধতার প্রমাণে স্বচ্ছতা রাখতে হবে। ছাত্রসংসদ তহবিলের কমপক্ষে এক-তৃতীয়াংশ দুঃস্থ গরিব ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ থাকতে হবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন