চীন, নেপাল ও কক্সবাজার ট্রিপ জিতলেন পাঠাও মার্চেন্টরা

এনএনএ নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:১০, ২৭ জুন ২০২৫

চীন, নেপাল ও কক্সবাজার ট্রিপ জিতলেন পাঠাও মার্চেন্টরা

ছবি: সংগৃহীত

দেশের ১ নম্বর জনপ্রিয় কুরিয়ার সার্ভিস পাঠাও, দ্বিতীয়বারের মতো তাদের মার্চেন্টদের কোয়ার্টারলি ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানান। বাংলাদেশে এই প্রথম মার্চেন্টদের চীন রাউন্ড ট্রিপসহ নেপাল ও কক্সবাজার রাউন্ড ট্রিপের কাপল এয়ার টিকিট জিতেছেন পাঠাও কুরিয়ার-এর মার্চেন্টরা।

আরও পড়ুন