চবি ছাত্রশিবির

কুরআন অলিম্পিয়াড ও বই পাঠ প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৭০ শিক্ষার্থী

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২:৫৩, ২৮ জুন ২০২৫

কুরআন অলিম্পিয়াড ও বই পাঠ প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৭০ শিক্ষার্থী

বামে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, ড. গিয়াস, ড. আজাদ, ইব্রাহিম


ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে কুরআন অলিম্পিয়াড ও বইপাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী। 

শনিবার (২৮ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কুরআন অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো: জুনাইদ সিপাহী, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহমদ সালেহ আজিজ, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী বেনজির আহমেদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের মো: আবু নোমান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খাদিজা আক্তার প্রমুখ। 

বই পাঠ প্রতিযোগিতা পুরস্কার পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহাম্মদ সালেহ আজিজ, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জয়নুল আবেদীন, একই বিভাগের নাজমুস সাকিব নাবিল, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আলী আহাসান সৌরভ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শেখ হামিম।

বামে শাখা সভাপতি ইব্রাহিম ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী

শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক শাখা ছাত্রশিবির সভাপতি ড. এম. হামিদুর রহমান আজাদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে ড. এম. হামিদুর রহমান আজাদ বলেন, আজকের এই কুরআন অলিম্পিয়াড ও বইপাঠ প্রতিযোগিতা আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা সত্যিকার অর্থে দেশ ও জাতির কল্যাণ চাই, তবে কুরআনের আলোকে গড়া নৈতিক নেতৃত্বই হতে পারে তার ভিত্তি। আমরা এমন একটি সমাজ চাই যেখানে অন্যায়-অবিচার থাকবে না, শোষণহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, পবিত্র কোরআনই সর্বশেষ কিতাব, এরপর আর কোনো কিতাব আসবে না। সুতরাং, কোরআন ব্যতীত আমাদের আর কোনো পথপ্রদর্শনকারী গ্রন্থ নেই। এই পৃথিবীতে যখন সত্য এসেছে, মিথ্যা, জুলুম বিতাড়িত হয়েছে। 

সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ ইব্রাহীম বলেন, ইসলামী ছাত্রশিবির জ্ঞানের প্রতিযোগিতা সবসময়ই জারি রেখেছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি এধরণের আয়োজন না হয়, তাহলে জাতি পথ হারানোর দিকে অগ্রসর হবে। আমরা চাই, আমাদের ক্যাম্পাসের ভাই-বোনেরা নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠুক। 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল কুরআন অলিম্পিয়াড ও গত ২০ জুন 'পলাশী থেকে বাংলাদেশ' বইয়ে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন