এনএনএ নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:১২, ২৫ জুন ২০২৫
আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
আজ বুধবার (২৫ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পরীক্ষার দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রথমে ভাসানটেক সরকারি কলেজ ও মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।
সময়সূচি অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এইচএসসি সএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আলিমে আরবি প্রথম পত্র এবং কারিগরিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।